ছড়া
আকরাম সরকার
-------------****-----------
সাঁজ সকালে কিচিরমিচির ডাকে ভোরের পাখি
খোলো খোলো দার খোলো, খোলো দুটি আঁখি।
আঁখি খোলো খুকুমণি নয় তুমি আলসে
পাখি ডাকে ফুল ফোটে দিবা নেই কালসে।


কালোতে প্রভাতের আলোতে গাঁয় রূপবতী সাঁজ
খোলো খোলো খুকুমণি খোলো নয়নের ভাঁজ।
ভাঁজ খুলে মুখ ঢলে হাই তুলে ছেড়ে দিলো খাট
এই বার এই বার খুকুমণি শিখবে স্কুলের পাঠ।