-----------------******-----------------
বৃষ্টিস্নাৎ স্নান শেষে ঋতু রানী শরৎ প্রকৃতিতে আসে
নীল আকাশে মেঘের ভেলা লাটাই হীনা ভাসে |
ভাসা মেঘের ঝিরিঝিরি সঙ্গে রোদের ঝিলিক খেলা
বৃষ্টি জলের ধোঁয়া আকাশে রংধনুর সাতটি রঙের মেলা।


রঙের মেলার আলতা পায়ে শরৎ রানীর পদাচারণ  শিশির ভেজা ঘাসে
ভোর সকালে শিউলি শাপলা পদ্মা ফুলকচরি পরাগ নিয়ে হাসে।
আরো হাসে জুঁই জবা কলমি কাশ নদীর দু কূল জুড়ে
হাওয়ার টানে ফুলের ঘ্রাণে ঘাসফড়িং ও মধুভ্রমর ফুলে ফুলে উড়ে।


শরৎ রানীর গায়ের সুবাস ছড়ায় আমন ধানে ক্ষেতে
আধার কালোয় জ্যোৎস্না বিলায় চাঁদনি ভরা রাতে।
রাত্রী শেষে অরুণ প্রাতে সজ্জিত হয় কাল জননী  শরৎকাল
সোনাই মাঝি বিকাল সাজি বাটিয়ালি গানটি ধরে উরিয়ে নায়ের পাল।