সুজন মাঝি
       আকরাম সরকার
-----------------------------------------
সুজন মাঝি সুজন মাঝি তোমার সঙ্গে আমায় নিবানি
পান্তা দিবো ইলিশ দিবো আরো দিবো মরিচ বাটুনি।
খাবার পেতে বসবে যখন নায়ের সুজন মাঝি
আচল পাখায় করবো বাতাস থাকো যদি রাজি।
খাবার শেষে তুলে দিবো তোমার মুখে রাজ সাহেবি পান
সঙ্গে নিলে দুজন মিলে গাইবো মোড়া সুজন সখীর গান।
গানের তালে জল তরঙ্গে নায়ের অঙ্গে ঢেউ তুলিবে নাচ
তারই সঙ্গে নাচবে আরো ব্যাঙাচি আর শাপলা শালুক গাছ।
গোটা কয়েক শাপলা তুলে, নিবো তোমার নায়ের মাঝ
শাপলা দিয়ে বানাবো আমি শাপলা রানীর তাঁজ।
শাপলা রানীর তাঁজ মাথায় বসবো নায়ের কোনে
অবাক হয়ে দেখবে চোখে আমার মুখটি পানে।
বিভোর তোমার এক চাহনিতে আকাশ হবে লাল
বৈঠা ছেড়ে নাও টা হেলে মন হারাবে তাল।
তাল হারা মন দিন হারা ক্ষণ বইবে প্রেমের মাতাল হাওয়া
তবুও যেনো কাটতে চায়না তোমার চোখের মুগ্ধ চাওয়া।