আমি চাই তসলিমা ফিরে আসুক
বাংলার মেঠো পথে দস্যিপনায় মেতে উঠুক,
বাংলা একাডেমীর মঞ্চে, সোহরাওয়ার্দী উদ্যানে
তাঁর মুক্তাঝরা কোমল হাসি ঝরে পড়ুক।


আমি চাই তসলিমা ফিরে আসুক
তাঁর অব্যক্ত যন্ত্রণার শব্দ স্রোতে পদ্মা মেঘনা লজ্জিত বলে
সমুদ্র স্নানে তাঁর উষ্ণ শরীর ভেজাতে
তসলিমা ফিরে আসুক।
তাঁর সজীব নিঃশ্বাসের অপেক্ষায়
থাকতে থাকতে শালবন প্রায় শুকিয়ে,
পাহাড়ও কঠিন শক্ত হয়েছে, ঝর্না আর কাঁদে না,
তসলিমা ফিরে আসুক
গহীন অরণ্যে পাখিদের কিচিরমিচির শব্দে
আবার বেজে উঠুক যীশুর ঘন্টা, মন্দিরের উলু, মসজিদের আজান।