উদ্বায়ী স্বপ্নের ঠিকানা যখন অদৃশ্য আকাশ
আমার পৃথিবী মানে অসীম শূণ্যতা।
.
মরুভূমির ভয়ঙ্কর  গোলকধাঁধায় বাঁধা  জীবনের মানচিত্র_
পদে পদে চোরাবালির বিভীষিকা,
মরিচীকার মায়াবী  বিভ্রম!
.
তবু অনিবার্য পথচলা প্রাত্যহিক!
.

বুকের গহীন আজও অনাবাদী ভূমি _
এখানে ফলেনা তাই চৈতালি  ফসল,
বসন্তের বাগান জুড়ে ফুলের আকাল।
.
এইসব তোমার দেয়া কিংবা
এইসবই তুমি।
.
তবু আমার কবিতারা তোমার চলার পথে ফুল ছড়াবে চিরদিন,
তবু  আমার তুলির আঁচড়ে অনন্তকাল  তোমার স্বপ্নরা হবে রঙ্গিন।