অনুভবের দরজায় কড়া নেড়ে
সতত জানান দাও তোমার উপস্থিত;
তোমাকে খুঁজে পাই ভোরের বাতাসের স্নিগ্ধ শীতলতায়
মধ্যাহ্নের মরু রোদ্দুরে বটবৃক্ষের ছায়ার এক চিলতে নরোম স্পর্শে।
.
নিয়মের চৌহদ্দি পেরিয়ে
পা রাখতে ইচ্ছে করেনি নিষিদ্ধ সীমান্তে
শব্দশুণ্য সম্মতিতে তাই হাতে নিয়ছি পেয়ালা ভর্তি হেমলক।
.
আকণ্ঠ ডুবে যাওয়া জীবনের
স্বপ্নময়   কথামালায় গায়ে
জড়িয়েছি শাদা কাফন,
বরফ শীতল শরীরে শুনেছি কবরের ডাক।


.
অতঃপর সহজবোধ্য শব্দের সমাহারে অর্থময় পৃথিবীর আলো-আঁধারের রুপ।
.
তোমার উঠোন পানে
মহাকাল ধরে
জীবনানন্দে চেয়ে  থাক হাসিমুখো
রুপোলী চাঁদ,
দুগ্ধস্নানের আয়েশী আদরে ভেসে আসুক স্বর্গীয় সুরালাপ।