আবছা আঁধারে পরিচিত অবয়ব ভেবে
ভুল করি বারবার
দিবালোকে ফিরে আসে সীমাহীন শূণ্যতা।
.
শূণতার চেয়ে তাই ভুলটাই প্রিয়।
.
বহুকাল আগে হৃদয়ের বীজতলায়
সোনালী স্বপ্নবীজ ছড়িয়েছে যে চাষী-
বিশ্বাসে অাজও তার পথ চেয়ে আছি।
.
হয়তোবা একদিন_
মৃত্তিকা ভেদ করে উঁকি দেবে কাঙ্কিত চারাগাছ,
ভুলের পর্দা সরিয়ে
চোখের সমূখে দাঁড়াবে এসে পরিচিত সেই অবয়ব।
★★★★★★★★★★★★★