স্বপ্নের মখমল চাদর  গায়ে জড়িয়ে
কত উন্মাদনার দিন-রাত,
প্রহরের পর প্রহর
মনের উঠোনে কত সুরে কত গান।
কল্পনার নাও ভাসিয়ে
দেখে ফিরেছি কত শত পোতাশ্রয়।
.
আজব সেইসব দিন........


.
আজ___
বিরহী নদীতে ভাসে স্বপ্নহীন কালের খেয়া
শীতের গভীর রাতে উদোম শরীরে মাখি তীব্র হিমেল অনুভব।