আমি আমার মতো করে দেখি পৃথিবীর আলো-আঁধারির রুপ;
লোকে যাকে জোসনা বলে  আমি তার আদিম প্রেমিক।
.
আমি আমার মতো করে পাক খাই জীবনাবর্তের ঘূর্ণিবর্তে;
লোকে যাকে পথ বলে সে আমার  সেহেলি সুহৃদ।
.
আমি আমার মতো করে গাই ব্যাকরণ বর্হিভুত সুরারুপে;
লোকে যাকে গান বলে সে আমার তৃষ্ণায় পরম আরাধ্য জলপত্র।
__________________________
(সংক্ষিপ্ত)