হৃদয়ের  গহীন অতলান্তে অনির্বাণ
নীলাভ আলোক রশ্মি
ভোরের বাতাসে মিশে খুঁজে পায় নিশ্বাসের আশ্রয়।
.
ভুলে যেতে যেতে
বার বার নিজেকে জড়িয়ে নিই কুয়াশার বরফ শীতল চাদরে
শিশিরসিক্ত ঘাসের উপর রেখে যাই পদচিহ্ন।
.
অদৃশ্য সুতোয় বাঁধা জীবনঘুড়ি নীলমার নীলে নীলে
উড়ে চলে নিঃসঙ্গ বিরামহীন।  


.
ফিরে আসে ফিরে যায়
কত শত রকমারি দিন_
বিন্দু বিন্দু জমে জমে  হয় সপ্তসিন্ধুর সমাহার।
বেদনার উপকূলে তবু প্রতিনিয়ত আছড়ে পড়ে কষ্টের ঊর্মিমালা।
____________________________