ভেবোনা ফেরাতে যাবো
আগলে দাঁড়াবো পথ চলার পথে,
শিশির জড়াবো পায় নবজাতক ভোরে।
.
ভালো করে জানো তুমি_
কখনো করিনি ক্ষমা বুভুক্ষু চোখ,
কখনো রাখিনি ঠোঁট গোলাপের ঠোঁটে।
.
যাতনার গিরিপথ মাড়িয়ে এসেছি
তবে সমতল সবুজের মাঠে;
চিনি আমি _
জ্বালামুখ অগ্নিগিরির
আরো চিনি_
চোরাবালির বিভ্রম মায়াবী  হাসি!
.
যেতে চাও যাও।
তবে ভোরের বাতাস হয়ে ফিরে আসো যদি_
বুক ভরে শ্বাস নিয়ে বায়ূশূণ্য করে দেবো পুরো পৃথিবী।
______________________