রাতের প্ল্যাটফর্মে বসে ভোরের প্রতীক্ষায় কাটে বিরহী প্রহর,
কত ট্রেন আসে-যায়
কত যাত্রী উঠে-নামে
বারবার বাজে শুনি শেষ হুইশেল।
.
তবু ফুরায়না সময়ের লেনদেন
ক্রমাগত বেড়ে চলে বেহিসাবি সুদ,
আড়ালে অট্টহাসে ক্ষমাহীন পাপ!
.
বোধের দেয়ালে আঁকা অনুতাপ ছবি
বুকের ভেতরে করে আগুনের চাষ।
.
সময় আড়াল করে দাঁড়িয়ে রয়
অসময়ের ভুল;
অনন্ত রাতের গোলকধাঁধায় দিকভ্রান্ত প্রত্যাশিত সূর্যোদয় অবিরাম খুঁজে ফিরে ভোরের গতিপথ।
______________________