এক.
বাংলা ভাষায় স্বপ্ন বুনি
.
বাংলা ভাষায় হাসি-কাঁদি
বাংলা ভাষায় গাই,
বাংলা ভাষায় ভাব প্রকাশে
পরম শান্তি পাই।
.
বাংলা ভাষায় মাকে ডাকি
আমায় ডাকে মায়,
বাংলা ভাষার মধুর ধ্বনি
হৃদয় ছোঁয়ে যায়।


.
বাংলা ভাষায় শিখি-শিখি
বাংলা ভাষায় বুঝি,
বাংলা ভাষায় স্বপ্ন বুনে
এগিয়ে যাই রোজ-ই।
_______________________
দুই.
গর্বিত আজ তাই
.
ভাষার জন্য রফিক সালাম
সংগ্রামী পথ ধরে,
ফেব্রুয়ারির একুশ  তারিখ
রক্ত তাঁদের ঝরে।
.
তাঁদের ত্যাগে রক্ষা হলো
বাংলা ভাষার মান,
বিশ্ববাসী জানলো সবে
অবাক অাত্মদান।
.
ভাষার জন্য এমন নজির
আর কোথাও নাই,
বাংলা ভাষী আমরা সবে
গর্বিত আজ তাই।
_____________________
তিন.
গর্বিত আজ তাই
.
বছন ঘুরে ফেব্রুয়ারি অাসে
বর্ণমালা খিলখিলিয়ে হাসে।
.
বাংলা প্রেমের ফল্গুধারা বয়
শহীদ ভায়ের স্মৃতি মনে হয়।
.
প্রাণের মেলায় প্রাণের উচ্ছ্বাসে
নতুন বইয়ের মুখচ্ছবি ভাসে।
.
বিশ্বে এমন নজির আর নাই
বাংলাভাষী গর্বে মাতে তাই।
________________________
চার.
যাঁদের তরে স্মৃতির মিনার
.
প্রভাতফেরির মৌন মিছিল
শ্রদ্ধা জানায় যাঁদের,
বর্ণমালার পাতায় পাতায়
রক্ত মাখা তাঁদের।
.
যাঁদের ত্যাগে বাংলা ভাষা
বিশ্বে পেলো খ্যাতি,
গর্ব ভরে তাঁদের স্মরণ
করেই যাবে জাতি।
.
যাঁদের তরে স্মৃতির মিনার
দাঁড়িয়ে আছে রবে,
ইতিহাসের সোনার হরফ
তাঁদের কথা কবে।
___________________
পাঁচ.
বইপড়া দিন কই
.
বই পড়িনা বই
বই পড়িনা বই
নেটে চ্যাটে আড্ডাবাজি,
বইপড়া দিন কই?
.
বই পড়িনা বই
বই পড়িনা বই
ফানে-গানে মগ্ন থাকি,
বইপড়া দিন কই?
.
বই পড়িনা বই
বই পড়িনা বই
গেমে-প্রেমে সময় কাটে,
বইপড়া দিন কই?
________________
ছয়.
বই কিনি বই পড়ি
.
বই কিনি বই পড়ি
বই হোক সাথী,
বইয়ের পাতায় জ্বলে
জ্ঞানের বাতি।
বই কিনি বই পড়ি
বই থেকে জানি,
বইয়ের মাঝে আছে
সত্যের বাণী।
বই কিনি বই পড়ি
বই রাখি ঘরে,
বইয়ের রং মাখি
দুই হাত ভরে।
কই কিনি বই কিনি
বই নিয়ে ভাবি,
বইয়ের মাঝে আছে
জীবনের চাবি।
_________________