ধুলা ভেবে ধুলার সাথে
দিয়েছিলাম ধুলায় ফেলে,
ঝড়-ঝঞ্ঝা কাটিয়ে উঠে
অবশেষে বৃক্ষ হলে!!
দেওয়া হয়নি কোন বেড়া
খাদ্য যাদের, খেল-ও তারা,
বর্ষাজলের পরশ পেয়ে
আবার দেখি ফুল ফোটালে।
খাদকের নাগাল ছেড়ে
অবশেষে বৃক্ষ হলে,
ফুলে ফলে ভরিয়ে তুলে
সবার দৃষ্টি আকর্ষীলে।
অবহেলার বীজটি যখন
শিকড় জোরে মিলছে ডানা,
সে যে বিষম যন্ত্রনা
“আমার” বলে তাকে মানা।।