আমার প্রথম কবিতার কথায় বলি,
ভালবাসা কী অনুভূতির থেকে দামি?
মানবের থেকে জানা রয়েছে বাকি,
প্রেমিক ক্ষুদিরামের প্রতি আমাদের ভালবাসা নাকি অনুভূতি?
অনেক সময় শেখার লক্ষ্যে জানতে  চেয়ে থাকি,
স্নায়ু কিংবা বিশ্বযুদ্ধে ধ্বংস লীলার প্রতি ভালোবাসা নাকি অনুভূতি?
ধর্ম গ্রন্থে খোঁজ নিয়ে সন্ধান করি কোন রকমের,
ইসলামের বার্তা প্রচারকের হিজরতে আছে ভালবাসা নাকি প্রেম?
লক গাউন পৃথিবীতে শিখতে জানা ইতি,
করো নায় বিধ্বস্ত বিশ্বগ্রাসী জন্য রয়েছে ভালবাসা নাকি অনুভূতি?
বিশ্বাস করে প্রেম - ভালবাসা করে বলতে শুনেছি, "হায়!"
অবশেষে শিখতে পেরেছি আরে! ভালবাসা নয়তো; অনুভূতি কেই প্রেম বলা হয়।