ঝরাপাতা ব্যাঙের ছাতা
কদম গাছের তলে
ছাতা-পাতা সব ভেসে যায়
বৃষ্টি হলে জলে।


সর্দি শুরু হয় যে ব্যাঙের
বল কমে যায় ব্যাঙের ঠ্যাঙের
সর্দিজ্বরে ব্যাঙ-ব্যাঙ্গাচি
বাঁচাও বাঁচাও বলে
বল ফিরে পায় আবার তারা
বর্ষা এলে, ঢলে।