ভাবছে খোকন দাওয়ায় বসে
চাঁদ-তারারা রাতে
কোথা হতে এসে আবার
কোথায় হারায় প্রাতে।


কোথায় থাকে দিনের বেলা?
কোথায় বসায় আলোর মেলা?
কার কার সাথে করে খেলা?
হাত মেলায় কার সাথে?
আসছে নাতো কোনো কিছু
খোকন সোনার মাথে!