মত এবং পথ ভিন্ন হলেও
রক্তোতো এক, লাল
ধর্মটাকে বানাও কেনো
সংঘাতের-ই ঢাল?


সংঘাত করে শান্তির দেখা
মেলে এটা কোথায় লেখা?
অন্ধের মতো দ্বন্দ করে
মেটাও কেনো ঝাল?
ভিন্ন মত তো ছিলো, আছে
থাকবে চিরকাল।