ছায়া ছায়া মন
লীনা দাস


স্বপ্ন আর কল্পনা রাখতে পারিনা ঠেকিয়ে।
মনের কল্পনা আর বেদনার রাশি নিয়ে বেঁচে থাকা।


মনে পড়ে,উচ্ছ্বসিত একটা লহরী এসে পড়ল ভেঙ্গে,
আমরা বন্ধু হয়ে গেলাম।
বন্ধুত্বের মধুর উত্তাপে সেদিন সারা আকাশ উঠল ভরে ফুলে,


আকাশ টুকরো টুকরো হয়ে
ছড়িয়ে পড়ছে নরম পাপড়ি
ঢেকে যাচ্ছি নরম পাপড়িতে।


শূণ্যের ভিতর কোনো আকাশ,
আমার চোখে ফুটেছিল ফুলের মতো সেদিন।
চরম আত্মসর্মপনে লুটিয়ে
পড়া সেদিন।


নিজেকে নিংড়ে নিংড়ে আত্মার সূক্ষ্ম সৌরভ সর্মপন।
সেদিন কথা ছিল তার আঁকাবাঁকা জলের সূক্ষ্মগতির মত।


সাত সমুদ্র তেরোনদীর ওপার থেকে ভেসে আসা সুবাসের মতো।
আমার মনকে জড়িয়ে ধরল সেই স্রোতের সূক্ষ্মগতির মতো কথা।
তার সুন্দর হাসি বাতাসকে খন্ড-বিখন্ড করে দিত,
গ্ৰীষ্মের অকস্মাৎ আসা হাওয়ার মতো।


কিন্তু----
আজ সে আশ্চর্য রকমের
নীরস,নীরক্ত!
আবেগময় যে ছিল,আজ সে বহু শতাব্দীর কুয়াশার
ভিতর অস্পষ্ট!