স্বপ্ননীল সেদিন রাতে ফোন বাজছিল তোমার,
মেঘলা দুপুরের কামাতুরা ঘুঘুর মতো তোমার ফোন বাজছিল যেন।


ধরিনি।
দু'চোখ জুড়ে বাঁধভাঙা প্লাবন নেমে এল এক লহমায়!
কেন এল?অভিমান নাকি অপমানের জ্বলন!


সময় দিলেনা,আবার চলে গেলে!
প্রতিদিনের তুষ যন্ত্রনা
হৃদয়টাকে আরও বেশী করে দিলে ছারখার।


আবার ও এলে,স্বভাব-
সিদ্ধ ভঙ্গিতে বললে কত কথা,করলে কত মজা।
কবিতা দিলে পড়তে।
ফুসরত দিলে না কোনো কথা বলার!


চলে গেলে আবার যোগাযোগের মাধ্যম ছিন্ন করে।
তোমার দেওয়া হলুদের মাঝে কালো কাজের কটকি শাড়ী টি আজ পড়েছি।
সাথে হলুদ ব্লাউজ।
তুমি নেই তোমার দেওয়া শাড়িটি আছে!


আবার
একদিন করে প্রতিদিন
বুড়ি দিনগুলো হাওয়ার সওয়ার হয়ে নিমগাছের
পাতার মতন যাচ্ছে ঝরে!


মনের খেয়ালে-২ (6.01.2020)
কলমে লীনা