স্মৃতির দোলাচল
লীনা দাস


বর্ষা মানেই হৃদয় খুঁড়ে ঘাড় ধরে নিয়ে আসা দুঃখ,
ঝাপসা জানালায় হঠাৎ উঁকিমারা;অতীত স্মৃতির মেঘ  আর আলো মাখা।


বর্ষা মানেই ভিজে রাস্তায় পুরনো গান শুনে,
হাত ধরাধরি হৃদয়ে চোরাগোপ্তা তির!


জীবন এখন কচুপাতায় জল,
জীবন এখন পদ্মপাতায় জল-
টলমল।


অতীতের ভাল লাগার ছবি আঁকা মনে মনে,একা লাগা সময়ে।


তুচ্ছ কথাতেও স্মৃতি হাতড়ানো,খাটের কোণে দু'হাঁটুতে মাথা রেখে!
শালবাগানের শাল গাছ গুলো আছে কিনা?আর মন্দিরটা?
ওই রাস্তায় গেলেই আজও তোমাকেই মনে পড়ে!


তবে আর গা ভার হয়না পা ও না।
আবার তুমি এলে ঝড়ের মত ঘূর্ণির মত চলে যাবে কি?
রবি ঠাকুরের গানের কলির
লাইন আজও পারব না শোনাতে তোমায়----
"একটি চুম্বন দাও গোপনে একটি চুম্বন চাও।"


বরং চল আজ যায় -চূর্ণীনদীর পাড়ে বসে গল্প করি।


((চূর্ণীনদী আমার রাণাঘাট শহরের বুকে বয়ে যাওয়া নদী।))