ভাবনা--৬
লীনা দাস


রানারের জন্য কান পেতে বসে আছি,
কখন আসবে সে!দেরী হোক--
তবুও রানার চাই--
তোমার লেফাপা গতানুগতিতে
আসবে না।


পুকুরপাড়ের নিমগাছটায় ফুল এসেছে
মৃদু গন্ধমাখা সাদা সাদা গুঁড়ির মতো ফুলে।


রানার তার থলি থেকে চিঠি বার করে,শুধু--আমাকেই দেবে
আর কাউকে না,চিঠি বাক্সতেও না।তারপর?
পাখি মায়েরা যেমন ডিমে তা দেয়!
চিঠিটাকেও সে ভাবে বুকের ওমে রাখব!
কত কাজ আমার,বই গুছানো,
টেবিল গুছানো,ধাতুর মূর্তিপালিশ


বাবা অফিস যাবার পর নিজের ঘরে,
উপুড় হয়ে শুয়ে,পা দোলাতে দোলাতে,তোমার চিঠির গন্ধ নেব
ব----ড় করে!তারপর?
তারপর আর কিছু নেই!শুধুই স্বপ্ন দেখা,অলীক কল্পনা!


আমি এখন দুঃসহ যন্ত্রণার একটা
সেঁকো বিষের গাছ!