সবুজ ঘাসের নাচন,
বকুল শিমুল মেলায়,
বসন্ত রঙ্গীন আজও কোকিল ডাকে,
এ যে বাংলা,
এ যে বাংলাদেশ-আমার।


আছে নজরুল,আছে জীবনান্দ,
আছে রবি আজও,
ঘরে ঘরে আর মাটির ছোঁয়ায়।
মায়ের স্বাদ আমার,ভাষায় আমার,
আমার উচ্ছাস,আমার মুক্তির ডাক,
সে যে বাংলায় শুধু,
শুধু বাংলাদেশে আমার।


দেখেছি আমরা রক্তের সুরে,
আছে বিদ্রোহ মা হারানো ছেলের ডাকে,
এনেছি স্বাধীনতা আমরা অত্যাচারীর ঘরে,
আমরাই সেই মুজিব-স্বাধীনতার আগামীকাল,
আমরাই বাংলা,এ বাংলাদেশে আমার।