ভালবাসার আকাশটায় এখন শুধুই,কালমেঘের ঢেউ,
গল্প আছে কথা আছে,
নেই চুমুর ছোঁয়াচ,
নেই হাতধরা,নেই সেই শরীর ছোঁয়ার ডাক।



ইন্দ্রানী,আছ ছবির তুমি,
আছে মনভাঙ্গা মেঘ ছাড়া বৃষ্টি।
যক্ষের মত বসে আছি বিধাতার অভিশাপে,
চোখ আমার ছুটে যাওয়া,তবু-
শহর ছাড়িয়ে তোমার শহরে।


এই যেন তুমি পাশে-কথায় ছন্দে পুরোনো তুমি,
যায় দেখা,যায় না যে ছোয়া,
জানি না,কোথায় যে শেষ এ পথের।


ক্ষনে ক্ষনে মেঘের গানে-ইন্দ্রানী খুঁজি,  
খুঁজি আমি প্রেয়সীর ঠোঁটের স্বাদ,
খুজে যাওয়া উরুর ছন্দ-আমার,
খুজি ভালবাসার আকাশ।


নির্জন মেঘে একে যাই ছবিটা তোমার,
জানালার আলোয় নেই কেউ,
শুধু তুমি,
তুমি,ইন্দ্রানী-আমার।