রকমারি রং এর আকাশ,
সাজানো ফুল খোঁপায় খোঁপায়,
ওরা বলে,আজ বসন্ত,
এলো বসন্ত যে আজ।


নাই বা রইলো কোকিল কুহু,
থাক না কান্নার সকাল সন্ধ্যা-
অত্যাচারের আগামীদিন,
সাজাও সবাই আনন্দ সাজ,
আসবে সুখ,আসবে আনন্দ,
হাসির সুরে,নাচের মেলায়।


হেঁটে যাবো,নেচে নেচে,
আছে কারও শাড়ীর বাহার,
কারও শুধু আকাশ দেখা।


ভালবাসা,যৌবন আছে সেও হিসেব খেলায়।
ভোর হবে,বদলাবে দিন,
আমরা শুধু ঐ দুঃখ আকাশে।