ফারসী কবি বাবা তাহির এর -“বিলাপ”(অনুবাদ)


পারসী কবি ‘বাবা তাহির’(বাবা তাহির অরিয়ান হামদানী)-পারস্যের হামদান শহরে জন্ম আনুমানিক ১০১৯ খ্রীষ্টাব্দের দিকে,বেশ কিছুটা তর্ক বিতর্ক আছে তার জন্ম আর সময়কাল নিয়ে।এ হিসেবে বাবা তাহির,কবি ফেরদৌসী আর আবু সিনার সমসাময়িক,আর ওমর খৈয়ামের পুর্বসুরী।তার লেখার ধরণ ‘দো বায়াত’-পারসী চতুষ্পদী লেখার ধরণ।আধুনিক পারস্যেও তার কবিতা বীনা,সেতারের সাথে বাজিয়ে শোনার প্রচলন আছে।



ছিলাম যখন বাজপাখী,আমি-শিকারে একদিন,
ভেঙ্গে গেল ডানা আমার,হঠাৎ আসা তীরে ,
বলে রাখি তোমায়-অসর্তক,নিষ্ঠুর শিকারী,
ভাঙ্গবে তোমার তীরের ছড়া,উঁচু এ আকাশে।


০০০০০০০০


চাই না দেখা তোমার,আলুথালু চেহারায়,
চোখভরা জলে তোমার,হারাবে সূর্যের আলোর ছটা,
চলে গেলে তুমি,একা আমি বিহন দুঃখে,
কোন এক ফাঁকে আমিও যাব-এ পৃথিবী ছেড়ে।


০০০০০০


জীবন আমার কি থাকবে ভঁরা,শুধুই চোখের জলে?
যাব চলে যখন,বুঝবে হারানোর দুঃখটা।
হয়তো হাঁটবে যখন কবরের পাশে-আবার,
নেই আমি,নিয়ে যাবে আমার সাজানো জীবনের গল্পটা।


০০০০০


ভেঙ্গে পড়া এই দুঃখী মন,
জানি না,সেরে দিতে পারে কোন আলকেমিষ্ট হয়তো,
সুস্থতা আসে যদি ফিরে-এ মনে আবার,
পুরোনো পথে-পুরোনো সুরে,ফিরে যাবে হ্রদয় আমার।


০০০০০