পারসী কবি ‘বাবা তাহির’(বাবা তাহির অরিয়ান হামদানী)-পারস্যের হামদান শহরে জন্ম আনুমানিক ১০১৯ খ্রীষ্টাব্দের দিকে,বেশ কিছুটা তর্ক বিতর্ক আছে তার জন্ম আর সময়কাল নিয়ে।এ হিসেবে বাবা তাহির,কবি ফেরদৌসী আর আবু সিনার সমসাময়িক,আর ওমর খৈয়ামের পুর্বসুরী।তার লেখার ধরণ ‘দো বায়াত’-পারসী চতুষ্পদী লেখার ধরণ।আধুনিক পারস্যেও তার কবিতা বীনা,সেতারের সাথে বাজিয়ে শোনার প্রচলন আছে।


যাযাবর আমি এক,উন্মাদ ভবঘুরে,
জীবনের সাথে বাধন নেই কোন,এই অলস শরীরের,
দিনের আলোয় দিশেহারা আমি,রাতের অন্ধকারেও,
পাথরে বালিশটা আমার-চাঁদের আলোর ঘরে।


০০০০০


গোলাপের হাসি-সে বসন্ত স্তনের ছোঁয়ায়,
গানের সুরের হাজারো বুলবুল-তার ডালপালায়,
আনন্দ নেই কোন এই পৃথিবীতে আমার,
দুঃখের আকাশ ছড়ানো আমার-হাসি ভঁরা মুখে ।


০০০০


এ বাগানে তুমি ছাড়া-খোদা,
জন্মাবে না কোন সুগন্ধি গোলাপ,
হতাশার জল নেই আমার-এই হাসি ভরা ঠোঁটে,
তোমার সুরে ভেসে যাবে এ জীবন,আনন্দ ভঁরা উচ্ছাসে।


০০০০০০


বন্ধী আমি আজ,এক নিষ্ঠুর স্বৈরাচারে,
ধরে রাখি মনের খাতায়-যা দেখি এই চোখে,
তৈরী করা ইস্পাতের তলোয়ারে হারাবো দৃষ্টি আমার,
তবু যেন স্বাধীন হয়-এ দুঃখী মনটা আবার।


০০০০০


দেখে যাও,তোমার ভালবাসায় এ কি দূর্গতি আমার,
শুয়ে আছি আমি মাটির বিছানায়-বালিশটা আরও নীচে,
দোষ আর কিছু নয়,শুধু ভালবাসা তোমাকে,
হয়তোএ যন্ত্রনা নেই,তোমার আর সব প্রেমিকের।