আমার কান্না বাংলায়,
হাসি আমার বাংলায়,
তবে,বাংলা আমার আজ হারানো বাংলায়।


আছে রংধনুর আকাশ,শিমুল বকুল কৃষ্ণচূড়া,
আছে ধর্ম,আছে মন্ত্র-হারানো মনটা শুধু আজ।
নদী আছে,হারানো তার স্রোতের সকাল,
আছে রোদের দুপুর,হারানো কোকিলের সুর।


সন্ধ্যা আর আজ আসে না শঙ্খ সাঁঝে,
সুরও হারানো মুয়াজ্জিনের ডাক,
দন্দ খুঁজে নেয় আজ সুভাষ আজাদ,
হারানো মুক্তির সাজ সাজানো হৃদয়।


গোধূলি হারানো যুবতীর কলস কাঁখ,
নেই জোনাকির সাজ আর ঝি ঝি পোকার ডাক,
দেশটা আজও ছুটে যায় তেতুলিয়া থেকে টেকনাফ,
হারিয়ে যাওয়া সরলমনা বাংলার।


যুদ্ধ নেই আমার,নতুন নাচের আনন্দে,
যুদ্ধ নেই নতুন কথার ভাষায়,
শুধু এটুকুই চাওয়া আমার,
আর কিছু না হোক ছড়িয়ে দিও হাসি,কান্নার বুকে।