ইচ্ছেমত,আজ দুপুর কাকের ডাক,
ওরা আর অপয়া নয়,
নতুন জানালায়-ওরাই যে বন্ধু আমার।
আমরাই তো সরিয়ে দিলাম,চিল শালিকের গান,
এখন শুধু,ইঁদুর,মশা আর নেড়া কুকুর মেলা।


পিসী,নাই বা দিলে সুর সাজিয়ে সন্ধ্যাবাতি আর,
কি হবে বলো-এ মানা,না মানার খেলায়,
আর কত,শাঁখ সুরে সন্ধ্যা পুজোর পালা,
লক্ষী তো কবেই ঘরছাড়া আপন সিংহাসনে,
দেবতারাও হয়তো হাসির হাওয়ায় অন্য কোন দেশে।


মনটা আমার ক্লান্ত এখন,
ক্লান্ত চোখদুটো,
স্বপ্ন দেখি না আর,
খুঁজি একটু বাতাস,
খুঁজে যাই নীল আকাশটায়,
মাঝে মাঝে শুধু-একটু হাসির অবকাশ।