ইন্দ্রানী আমি-স্বর্গ আমি এ পৃথিবীতে,
নিবাস বিধাতার এ শরীরে আমার,
খুঁজে নিতে চাও বিধাতা তুমি,
খুঁজে দেখ আমাকে।


আদি আমি,অন্ত আবার,
মেঘের কালোর ঝড় পেরোনো নীল আকাশ,
স্তনের জীবন আমি আগামী সুর্যে।


অনন্ত জীবনের জোয়ার আমি,
গল্প,ইতিহাস আমার চুমুর ঠোঁট,
নিতম্বের ভাস্কর আমি,
যোনীর রহস্যের মন,
যৌবনের স্ফুলিঙ্গ আমি,উত্তেজনা বার্ধক্যে।


আমি,শরীর সাধের আনন্দ-সবকিছু ছুঁয়ে যাওয়ার সুখ,
প্রথম আমি,আমিই যে শেষ।


যন্ত্রনার পৃথিবী আমি-স্বর্গ আমি সুখের,
জীবন মরণ রহস্যের দ্বার,আমি,
আমি ইন্দ্রানী,
সুখ দুঃখের গল্পে-স্বপ্নের দেশ।