ভাবেনি কখনও নীলা,
ভালবাসাও বদলায় ঘর,
আদর উচ্ছাসের মুখ হয় অচেনা,
নতুন দেখায় হয় দেখা,
নীতিনপুরের ঘর খোঁজে-মাধবপুরের প্রাসাদ।


সহজেই বদলে যায়,
হাত ধরা হাত-চুমুর ঠোঁট,
হারায় স্বপ্ন মেলার নীতিনপুর,
গল্পের দিন শরীরের রাত।


নীলা হারায় মৃনালীনিতে,
মুছে যায়-রবীন্দ্র বেলার সন্ধ্যা,
বেলী খোঁপায় রংধনু,
চুমু স্বাদের শরীর গান।


অবাক হয় নীলা,
কত সহজেই হারায় কাশবাগানের লুকোচুরি,
শরীর খেলার রাত গল্প,
শিশির সকালে শেফালীর সাজ।


কত সহজেই বলে ভালবাসার মানুষটা,
“ও আমারই ভুল,
জানি ক্ষমা করবে তবুও তুমি
ভালবাসি আমি মৃনালীনিকে’।


হলোই না হয় সন্ধ্যা আলোয় হঠাৎ বৃষ্টি,
সংসার গল্পের লঙ্কা,পেয়াজ,
ভালবাসা শুধু কি বলার বলা,
স্বপ্ন সাজানোর-আরেক হিসেব।


হেঁটে যায় একা,
জানে নীলা-ভালবাসাও একটা নামতা,
নীল আকাশের কালো মেঘ,
গল্প সাজানো গল্প,
আর,ভালবাসার নীলারা আরেক অসহায়।