এক সময় মেঘ হতে চেয়েছিল-ইন্দ্রানী,
ছুটে যাবে পৃথিবীর এপাশ ওপাশ
দেখবে খুঁজে-হতাশ যন্ত্রনার পৃথিবী,
দু চোখের আলোর সান্তনায়,
শোনাবে কথা ভালবাসার।


ভেবেছিল বৃষ্টি হবে,ইন্দ্রানী,
মুছে দেবে জগতের অন্যায় অত্যাচার,
বদলাবে পৃথিবী রংধনুর খেলায়,
অন্ধকার সরানো-হাসির আলোর আকাশ।


নদী হতে চেয়েছিল-ইন্দ্রানী,
ভেসে যাবে আপন মনে,
ভাঙ্গা গড়া খেলার সুরে,
আনবে হাসি অজানা-জানায়।


সমুদ্র স্রোতে জানতে চেয়েছিল-ইন্দ্রাণী,
জীবন গল্প,
ভঁরা হাসির আসা যাওয়ার খেলায়,
ভাসিয়ে নেবে সুর হারানো মানুষের কান্না,
বেঁচে থাকা শুধু নয়-
আশার আলোর জোয়ার,নিরাশায়।  


হয়নি কিছুই-ও শুধু স্বপ্ন দেখা,
ইন্দ্রাণী এখন শুধু সংসার,
ঘর হয়ে গেছে নিজের অজান্তেই,
সময়ের চাকায় আঁটকে থাকা আকাশ,
আরেক স্বপ্ন হারানোর গল্প।