ফোঁটা ফোঁটা-ঝরঝর,
ভেসে যাওয়া কাগজ নৌকা,
‘মা,তুমি কোথায়’?
মেঘের ডাক-
আলোর ছটায় কান্নার ব্যাঙ,
এটাও জীবন।



০০০০০


কুয়াশার শীত-খেজুর রস,
কাঠাল পাতায় মাখন,
কামাখ্যা বাবুর পুজোয় ঢোল,
কবির লড়াই-তোমরা কোথায়?
আমি নীতিন একা,সময় হিসেব।