চলছে যুদ্ধ শান্তির-কোথাও বা মুক্তির।
কারও চাই মৌলবাদ, কারও সাম্যবাদ,
মাঝে বিধান-বাবুর একাত্মবাদ।


এপাশে রাধিকাপুর,ওপাশে দিনাজপুর-
একই বাংলা-একই সুর,তবুও হাজার যোজনের দূর।


কারও গান্ধী, কারও সুভাষ
এখানেও যুদ্ধ –এখানেও বিবাদ।


ভাষা-সুরে,দু পাশেই বাংলা
তবে নেই কি কোন ভাগ, নেই কি বিচ্ছিন্নতা?


পানি ও জল,
তবে কথার সুরে-
কোথাও কোথাও অচল।


রাধিকাপুরের ভগবান,
দিনাজপুরে খোদা-
এখানেও বিভেদ-যদিও বা অযথা।


বলেন বিধান-বাবু -
যখন ঢাকায় বসন্ত,
মেদিনীপুরেতে ও তাই
তবে এ ব্যাপারে বিভেদ কেন নাই?


রামকৃষ্ণের পথে-
আজানের সুরে,
এত যে বিভেদ, এত যে বিচ্ছিন্নতা
সরানো  ওটা চাই-
তবে উত্তরটা কোথায়?