শেষ দোকানটাও বন্ধ হল রজনীর,
ভালবাসার -খদ্দের তেমন নেই আজকাল।
চাল ডাল চুলোর আমেজে,
হারিয়েছে হাত ধরার শিহরণ।


গোলাপের পাপড়িতে হারানো ঠোটের সুর,
মাংসের গন্ধ সাজানো-শরীরে।
কুমোরের ভগবান-এখন অচেনার খেলা,
স্বপ্নপুরের আচল হারানো শিশির সকালের মণ্ডপে।


মাধব-দার ছোট্ট ঘরটায় কেউ খোঁজে না আর আগামীকাল,
সিঁদুরের স্বপ্ন-সন্ধেবেলার শাঁখ,শুধু একগাদা নামতার ছটা।
টিকে আছে করূনসুরের প্রতিদিন
থমকে থাকা চোখের শিশিরে।