নেই কেঊ পাশে-
শুধু তুমি আমি-আর চন্দ্রিমার সুর।


সুর ভঁরা ভাললাগা-হাজারো সাজানো কথা,
কিছুই হয়না বলা,
আড়াল দৃষ্টি শুধু-আর অযথার শিহরন।


ও পাশে রাতজাগা পাখী-এ পাশে চাঁদের উকি,
চাদের অলঙ্কারে সাজানো তোমার হাসি,
নেই পাশে-তবু ও পাশাপাশি।


ঝি ঝি পোকার সাজানো সুর,
বেহিসেবী আনন্দ-আর অযথার আলোড়ন
দিকবিহীন ভালবাসার খেলা
আর নিয়ম ছাড়া আড়ি।


হয়না সাজানো স্বপ্নের রথ-হয় না বলা ভালবাসি,
সময়ের সাজানো শেষ দুপুরে ,
অচেনা চেনা এই আমি-
চাই যে হারাতে তোমার বুকে।