বৃষ্টির গন্ধে-বড় মাতাল এ সকাল,
নেই হৈ চৈ -আর পুণ্যতার স্নানের
ইন্দ্রানী আর আমি-নকুল ঘাটে।


ছন্নছাড়া বাতাস-এলোমেলো চুল,
সুর্যের হাসি -হঠাৎ,
যেন ভালবাসায় জড়ানো ইন্দ্রানীর সুরে।


নকুল ঘাট-বেশ একাকী এ সময়,
পালা শেষ ভগবান খোঁজার,
কথা সুর হারানো,প্রথম চুমু-আমার ভালবাসার।


বেমানান ছিল অয্থার কথা-মানান ওটাই ও সময়,
বলা হয় না আর কিছু,
বয়সের সুরে ভেঙে পড়া ঘাট-স্বাধীনতার সাক্ষী আমার ।


হয়না বলা ভালবাসি,
হয়না খোঁজা আগামী কাল,
ক্ষণকয়েকের সুরে এ আমি-ইন্দ্রানীর আমি।


নই কৃষ্ন কোন রাঁধার বুকে,
শুধু শীতের বসন্তে আমার-
ভালবাসার ভগবান আমি ইন্দ্রানীর সুরে।



  





-