বেশ গরম কটা দিন,
ভেজা বুক-ছড়ানো চুল,
এলে তুমি।


এলোমেলো বাস,
সুর সাজানো-প্রথম রমণের।


উচ্ছল যৌবনের-মাতাল চোখ,
এলোপাথাড়ি-ছিন্নভিন্ন সাজ,
অনিচ্ছার-হাত দুটো তোমার,
ক্ষনিকে-হারানো আমি আমাতে।


আনন্দ ভঁরা-উত্তাল ভালবাসার সুর,
বাধাও ছিল না তেমন,
কামনা দেবীর-সাজানো রথ,
যেন হেরে যাওয়া শেষ সৈনিক-তুমি।


স্বপ্ন মাখানো উরু-পৃথিবী সাজানো শরীর,
লুকোনো সৃষ্টির রহস্য-আনন্দের চমক,
শরীরে তোমার।


শ্বেত পাথরের মসৃণ সাজ-
ঈশ্বর খোজার পালা আমার-তোমার সুরে।


শরীরে-শরীর আমার,
ক্লান্ত,কথা নেই-ঠোট ছড়ানো বুক,
ভালবাসার রথ-অঙ্গে অঙ্গে।


প্রতি সূর্যের নতুন আলোতে ভালবেসো আমায়,
খুঁজে নেব তোমায়-প্রথম সৃষ্টির শেষ আঙিনাতেও।