ইন্দ্রাণীর প্রথম দেখাটা-বেশ সাধারণ,
বিয়েতে-বিনুনি ছড়ানো,তন্বীদের দলে,
হরিণীর চমক চোখে-শরীরে প্রেমের প্রথম কলি।


লাইব্রেরীর চত্বর-লজ্জাবতীর সন্ধ্যা,
সুর আর হাসির চমক,
রাজকুমারের-স্বপ্নে সাজানো চোখ ।

ভালোলাগার-লেকের ধার,
প্রেমের সুতোয়-শুরু হয় সংসার,
নতুন পৃথিবী সাজানোর উচ্ছ্বাস।

বদলায় ভালবাসার মোড়-
ভাঙ্গে পুতুল নাচের খেলা,
চুপিচাপি কান্নার কটা দিন,
নতুন জীবনে- নতুন নাটকের ইন্দ্রানী।


বছর দশ-দেখা আবার,
যথারীতি ইন্দ্রানী-তখন সং নতুন সংসারে।


ভরাট হাসির মুখ,
সুর নেই-নেই তেমন চমক,
যেন যুদ্ধ হারা সৈনিকের অযথার উল্লাস।


ক্ষণ কয়েকের স্বপ্ন-নতুন প্রেমিক আমি,
আমার একাকীত্বের জগতে-,
ওটুকু ছিল-শীতের সকালে বসন্তের বাতাস।


কেমন জানি বিচ্ছিন্নতা-আর সমাজের কঠোর চোখ,
জড়াতে পারিনি নিজেকে-ইন্দ্রানীকে নতুন আলোতে,
সময় হারায় সময়ের খাতায়-আমি আমার পুরনোতে।