১৭)সারাটা দিন কাটিয়েছি সুরে আর নাচনে
  বেলা শেষের আলোয় আমি-ভক্তের আঙনে।
  অজানা সুরের সাজানো প্রাসাদ,
  হাজারো চমক এধারে ওধারে
  তবু চাই বিধাতা তোমায়-ভালবাসার পৃথিবীতে।
  চোখের আলোয় মনের সুরে
  খুঁজি শুধু তোমায়-সেই অশরীরীকে।


১৮) বিশ্বাসের প্রদীপ চারপাশে,
    আলো নেই তবুও-অন্ধ চোখে।
    একাকীত্বের সন্ন্যাসী খোজে তারে-পবর্তে, সমুদ্রে।
    বিধাতা সাজানো হ্রদয়ে তোমার
    কেন খোঁজ তারে মন্দিরে মসজিদে?


১৯)পুরোহিত জানান দেয়-ধর্মের সুর ঘরে ঘরে,
    নেই জানা তার জীবন দেবতা  পাশে,
    নয় সে লুকোনো পাথরের সুরে।


    অন্ধ পথিক সময় কোথায়-
    মরণের সুর ছুঁয়ে যাবে তোমায় একদিন,
    ভরাট কর অন্ধ হৃদয় আলোর স্রোতে ।
    খোঁজ বিধাতা-হ্রদয়ে,
    সন্ন্যাসে নয়-নয় মূর্তিতে।