নদীর ধার-আমরা কজন,
বাউলের সুরের বাশ বাগান,
ক্ষনে ক্ষনে বাতাসের মিতালী,
দোল পূর্নিমার সন্ধ্যা-কৃষ্ণ হওয়ার পালা।


সুনীলের কবিতা-ভালবাসার একটা গান,
সুর ছাড়া-তবুও সুরের,
ভেসে আসা নূপুরের বাতাস,
কথা নেই কার ও-কিছু যায় না যে বলা।


কুয়াশায় লূকোনো-মুখ,
চুমুর ঠোট-
আমি-অজানায় আমি,
ভালবাসার দ্বীপে।