মুখ থুবড়ে পড়ে থাকা-শরীরটা,
রক্তের লালে এলেমেলো চারপাশ
জানা নেই-কার ও,
অবাক চোখের একগাদা মানুষ।


ও কি বিদ্রোহের আরেকটা-চীৎকার,
জিঘাংসার আরেকটা সুর,
হয়তো বা রাজনীতির রক্তের লাল দাগ।


ও যে কার ও ভালবাসার-তাপস,
কারও স্বপ্নের অতীত-
এখন আর কিছু নয়-
শুধু সময়ে হারানো আরেকটা-মুখ।


নেই কার ও চোখের জলের-দীর্ঘশ্বাস
স্মৃতির একগাদা পুরোনো কথা-
চেনা মুখটা- কারও
হারানো-হাজারো অচেনার গানে।