ভেবেছি-অনেক কটা দিন,
ছুঁয়ে যেতে চাই আকাশের হাতটা,
বলতে চাই-
‘ভালবাসায় তোমার মাতাল সবাই-
শেখাও না আমাকে ভালবাসার সুর,
বলা হয়নি ইন্দ্রাণীকে-আজ ও,
ভালবাসার কথা-আমার’।


নাচের নাচে মাতাল হতে চাই বৃষ্টির বুকে,
বলতে চাই-
‘ছন্দ তোমার চলনে বলনে,
শেখাও না আমাকে-তোমার দেবতার ছন্দ,
হয়নি যে আজও আমার-
ভেসে যাওয়া ছন্দে ছন্দে -ইন্দ্রানীর ঠোঁটে’।


সুর করে সুর ধরা আমার বাতাসের গানে-
বলতে চাই-
‘মাতাল করা সুর তোমার,
শেখাও না আমায় সুরটা আবার,
হয়নি যে মাতাল হওয়া-আমার,
ইন্দ্রানীর শরীর সুরে’।


অনেক কটা সময় আমার ইন্দ্রাণীর সুরে,
সকাল-সন্ধ্যা-রাতের গান,
হেমন্ত-বসন্ত-শীতের সাজ-
বলতে চাই ইন্দ্রানীকে’
‘জাতিস্মর আমি ভালবাসায় তোমার-
ভালবেসেছি তোমাকে যুগে যুগে’।