হয়নি লেখা-ভালবাসার চিঠিটা আজও,
হাতধরা হাতে হয়নি-কটা পথ হেঁটে যাওয়া,
হঠাৎ সুরে বলেনি কেঁউ-
‘ধনী দা দেখা করো-স্কুলের শেষে’।


ভাজাবাদামে হয়নি শোনা-সূর্যশেষের গান,
কাশবাগানেরব ফুলের মালায়-
স্বপ্ন সাজানো-আগামীর স্বপ্ন।


রক্তমুখী নীলাটা আজ ও-আমার হাতের হাতে,
কথাগুলো ভালবাসার-লূকোনো, আমার মনের মনে,
টোপড় পড়া সাজানো বেলায়-হয়নি বলা আজও,
‘তদি দং হ্রদয় ও তব’।


কান্না সুরের কান্নায়-নেই আগামীকাল,
এক সূর্যের জীবনে -হাজারো সুর্যের স্বপ্ন-
ফেলে যাওয়া শুধু বেলা শেষের বেলায়।