সহজেই নিজেকে হারিয়ে ফেলি-আজকাল,
কেমন জানি সবকিছুই-এলোমেলো,
গানগুলো ও যৌবনের-বিদ্রোহের কথার গল্প ছাড়ানো।


একটা সময় ছিল আমার-
ইচ্ছে ছিল বদলে দেওয়ার চারপাশটা-
ইচ্ছে ছিল বদলে দেওয়া ধর্মের সময়-
বদলে দেওয়া কান্নাগুলো-
একটা পৃথিবী চাওয়া-নতুন,
অনাচার অত্যাচার্-ছাড়ানো।


ইচ্ছে ছিল-একটা পৃথিবী আমার,
মানুষ সাজানো-ধর্ম ছাড়ানো।


নিজেকেই আর চেনা হয় না-আমার,
চেনা যায় না ঝকঝকে গাড়ীর নতুন চেহারাটা,
প্রাচুর্যতায় আয়েশে-আমি এখন আরেক,
চাওয়াগুলো আমার হারানো পাওয়ায়।


বদলে যাওয়া আমি-
কথাগুলো আমার-হারানো কথায়,
বদলানো শুধু আমি-আমার পৃথিবীতে।
আমি যুদ্ধ হারানো অস্ত্র-একটা,
বিদ্রোহ হারানো-আরেকটা বিদ্রোহ।