ভালবাসার বেশ একটা অহংকার আছে,
অহংকার একটা মন ছড়ানো আকাশের,
একটা বিজয়ের অহংকার,
নতুন হওয়া একটা নতুন পৃথিবীতে,
নিজেকে খুঁজে নেওয়ার একটা আগামীকাল।


ভালবাসার দেশটায়-
খুঁজে নেওয়া হেঁটে যাওয়ার গল্প,
কথা ছাড়া কথায় বলা,
‘ভালবাসি-শুধু ভালবাসি তোমাকে’।


অন্ধকার নেই দেশটায়-
নেই হিসেব খোঁজার আগামীকাল,
শিহরণ আছে প্রতি চুমুয়,
শরীর আছে প্রতি শিহরনে।


ভালবাসার অহংকার ভগবান হওয়ায়,
পূজোর হাতটার হাত ধরে বলা,
‘আমি তো তোমারই-
তোমার প্রতিদিনের,
তোমার মাঝের প্রতিদিন’।