একটা সমুদ্র চাই আমাদের,
সমুদ্র একটা নতুন পৃথিবীর,
হিংসা, বিদ্ধেষ, ঘৃনা ভঁরা আমদের চারপাশ,
নতুন স্রোতে ভেসে যাক এ গ্লানি আর ধর্মের ভাগ,
নতুন এক দ্বীপে নতুন এক সৃষ্টির আমরা।

বিষাক্ত এ বাতাসে চাই আমাদের একটা নতুন আকাশ,
ঝড়ো বাতাস সরিয়ে নিয়ে যাক অন্ধতার এ বিভেদ,
সরিয়ে নিয়ে যাক রক্তাক্ত এ নিশ্বাস,
নতুন সুর আসুক নিয়ে ভালবাসার নতুন এক দেশ।


বিধাতা-আমরা চাই বৃষ্টি ভালবাসার,
অন্ধ ধর্মের এ রাজত্বে আমাদের,
বলে উঠুক নতুন সবুজের চীৎকার -
‘আমরা মানুষ-মানুষ সবাই,
সৃষ্ঠির শ্রেষ্ঠ,
হউক না বিভেদ অস্তিত্বে তোমার’।