ক দিন ধরেই বেশ ঘুমোট আকাশটা,
বৃষ্টি এলেই হয়তো ছিল ভাল,
বৃষ্টির আকাশটায় লুকোনো যায়-কান্নার কথা,
না দেখার ইন্দ্রাণীকে যায় বলা-না বলা।


বৃষ্টিতে বেমানান নেই কোন,
কান্না হাসি সবই যে যায় লুকোনো,
ভেঙ্গে পড়া কথাগুলো মনের,
নিজেতে লুকোনো নিজেই আমি।


একগাদা ছুটে যাওয়া এলোমেলো মেঘ,
ইন্দ্রাণীকে সাথের সকাল সন্ধ্যা,
বৃষ্টির মনে,লুকোনো আমার মনে,
আটকে থাকা একগাদা ঘুমোট আকাশ।


ভেসে যাওয়া পুরোনো-ছেঁড়া আকাশ ভালবাসার,
হাত ধরা সূবর্নরেখার কাশবন,
স্বপ্ন সাজানো শরীর খোঁজা,
কিছু নেই তারপর-শুধু ভেঙ্গে পড়া কান্নার আকাশ।