যৌবনে ঔদ্ধত্য আছে অনেক,
ওখানে ইন্দ্রানী আছে ভালবাসায়,
ভালবাসা খোজা যায় ঠোটের ঠোটে,
পথটাও আগামীর হাজারো আকাশ জুড়ে।


বলে না কেউ-'মানায় না তোমাকে,
অচেনা এ পাড়ায় তুমি এক'।
বলে না কেউ-'তুমি অচেনা,
এখানে শুধু বসন্তের আনাগোনা'।


ওখানে আছে হাত ধরা হাত-হাতে হাতে,
গল্প আছে নতুন-প্রতি গল্পে,
বিদ্রোহ আছে প্রতিবাদের,
পড়ে যাওয়া পথ যদিও আকাবাকা,
আছে সবুজ ছ্ড়ানো আকাশ-আকাশ জুড়ে।


আমার সময় হারানো সময়ে ও,
আমি যৌবনের গান গাই,
আমি নই কোন পুরোনো হারানো,
আমি বাউল ভালবাসায়,
আমি আজও বসন্তের নতুন আমার বেচে থাকায়।