সন্ধ্যাবাতি দিলে না যে আজ পিসী,
শুনিনি আজ যে শাঁখের ডাক,
আলো ছাড়া,আমি যে একা আরও,
অন্ধকারে শুধু আমি আর সময় আমার ।
পিসী মনে হয়,জান আজ,
হিসেব মেলেনি আমার জীবন মেলায়,
শুধু শুধু ছুটে যাওয়া নিয়ম ছাড়া,
বেলাশেষের বেলায় আমি যে একা আবার।


ইন্দ্রানীও সরে যাওয়া এখন সমাজ খেলায়,
খেলা আছে,বেলা আছে-সময় নেই কারও,
একা আমি,আর ঐ দেয়াল কটা,
ওরাই গল্প কথার বন্ধু আমার,
বেঁচে থাকা এখন শুধু নামতার বেলা।